বাংলাদেশের রংপুর বিভাগের অন্যতম প্রধান শহর ‘রংপুর’। ঐতিহাসিক নিদর্শন থেকে শুরু করে দর্শনীয় স্থান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত কেন্দ্রবিন্দু এই শহরটি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর চিড়িয়াখানা, তাজহাট জমিদার বাড়ি, জাদু নিবাস, কারমাইকেল কলেজ সহ বেশ কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান ও শিক্ষা প্রতিষ্ঠান রংপুর শহরে অবস্থিত।
তাই পড়াশোনা, ভ্রমণ ও কর্পোরেট কাজের উদ্যেশ্যে অনেকেই রংপুর শহরে আসে। তবে পরিচিত বা নিকটাত্মীয় কেউ না থাকলে রাত্রিযাপন করতে সমস্যায় পড়তে হয় অনেক ক্ষেত্রেই। তাই রংপুর ভ্রমনের আগে জেনে নিন রংপুর শহরের উল্লেখযোগ্য সরকারি এবং বেসরকারি হোটেল ও মোটেল সম্পর্কে বিস্তারিত।
আজকের আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন রংপুর শহরের উল্লেখযোগ্য আবাসিক হোটেলের তালিকা, ভাড়া ও সুযোগ সুবিধা সম্পর্কে সকল তথ্য।
১. পর্যটন মোটেল রংপুর
বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর আওতাধীন রংপুর পর্যটন মোটেল হবে রংপুরে থাকার জন্য সবথেকে নির্ভরযোগ্য স্থান। পর্যটন মোটেলে ভিআইপি সুইট, ডবল ডিলাক্স, ইকোনমি বেড সহ আরও আছে ১৫০ আসন বিশিষ্ট কনফারেন্স হল। এক্সট্রা সুবিধা হিসেবে থাকছে সকালের ফ্রি নাস্তা, টেলিভিশন সার্ভিস, টেলিফোন সার্ভিস, গরম এবং ঠান্ডা পানির সুব্যবস্থা ইত্যাদি।
ঠিকানা: আর কে রোড, রংপুর।
পর্যটন মোটেল রংপুর রুম ভাড়া
- ভি.আই.পি এসি স্যুইট রুম – ৫,৫০০ টাকা
- এসি ডিলাক্স টুইন বেড রুম – ৩,৫০০ টাকা
- ইকোনমি বেড – ৪০০ টাকা
- কনফারেন্স হল – ৪,০০০ টাকা প্রথম দুই ঘন্টার জন্য এবং পরবর্তী প্রতি এক ঘন্টার জন্য ১০০০ টাকা করে যুক্ত হবে।
মোবাইল: ০১৯৯১-১৩৯০১৭
ইমেইল: rangpurmotel@gmail.com
২. গ্রান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্ট
আপনার ভ্রমণকে আরও আরামদায়ক ও বৈচিত্র্যমন্ডিত করতে চাইলে রাত্রিযাপন করতে পারেন গ্রান্ড প্যালেস হোটেলে। এটি একটি ফাইভ স্টার ক্যাটাগরির আবাসিক হোটেল। ডিলাক্স রুম সার্ভিস এর পাশাপাশি আরও আছে বিভিন্ন এক্সট্রা সুযোগ সুবিধা। যেমন: রুফ টপ রেস্টুরেন্ট, ক্যাফে লাউঞ্জ, কনফারেন্স হল, জিম, বিউটি সেলুন, লন্ড্রি সার্ভিস সহ সকল আধুনিক সুযোগ সুবিধা।
ঠিকানা: জি এল রয় রোড, রংপুর।
গ্রান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্ট ভাড়া
- ডিলাক্স কাপল রুম – ১০৩১৪ টাকা
- ডিলাক্স টুইন রুম – ১০৩১৪ টাকা
- এক্সক্লুসিভ ডিলাক্স রুম – ১২৮৯২ টাকা
- রয়্যাল সুইট রুম – ২১৮৪৭ টাকা
- গ্রান্ড সুইট রুম – ৩৮৬৭৮ টাকা
মোবাইল: ০১৭১৩-৫৫৮৮৪৪ বা, ০১৭১৩-৫৫৮৮৫৫
ইমেইল: info.rangpur@grandpalacebd.com

৩. আর ডি আর এস গেস্ট হাউস
রংপুরে থাকার জন্য একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ও আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন হোটেল হলো ‘আর ডি আর এস গেস্ট হাউস ‘। স্ট্যান্ডার্ড টুইন রুম থেকে শুরু করে সুপার ডিলাক্স ও কনফারেন্স হলের সুবিধা পাবেন এখানে। আছে পার্কিং সুবিধা, ফ্রী হাই স্পিড ওয়াইফাই সার্ভিস, সকালের সৌজন্য নাশতা, লন্ড্রি সার্ভিস, ড্রাই ক্লিনিং সার্ভিস ও রেস্টুরেন্ট।
ঠিকানা: জেইল রোড, রংপুর।
আর ডি আর এস গেস্ট হাউস রুম ভাড়া
- স্ট্যান্ডার্ড টুইন বেড রুম: ২৬০০ টাকা
- ডিলাক্স টুইন বেড: ২৯০০ টাকা
- এক্সক্লুসিভ ডিলাক্স: ৩২৬০ টাকা
- সুপার ডিলাক্স: ৪০০০ টাকা
- কনফারেন্স হল: ১১০০০ টাকা
বি. দ্র: প্রতিটি রুম এবং কনফারেন্স হল সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত।
মোবাইল: ০১৭১৩-২০০১৮৫
ফেসবুক: https:/m.facebook.com/RDRSGuestHouse/
ইমেইল: gh@rdrsbangladesh.org
৫. হোটেল নর্থ ভিউ
রংপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি আধুনিক মানের আবাসিক হোটেল হলো ‘হোটেল নর্থ ভিউ’। এখানে সাধারণ সিঙ্গেল রুম থেকে শুরু করে এসি ও ডিলাক্স রুমের ব্যবস্থা রয়েছে। তাছাড়া এক্সট্রা সুবিধা হিসেবে থাকছে ফ্রি ওয়াইফাই, একবার গোসলের জন্য ওয়াটার হিটার, সকালের সৌজন্য নাশতা, কার পার্কিং সুবিধা, খবরের কাগজ সহ ২৪ ঘন্টা রুম সার্ভিস।
ঠিকানা: পায়রা চত্ত্বর, সেন্ট্রাল পয়েন্ট, সেন্ট্রাল রোড, রংপুর।
হোটেল নর্থ ভিউ ভাড়া
- নন এসি সিঙ্গেল রুম – ১১০০ টাকা
- এসি সিঙ্গেল রুম – ১৮০০ টাকা
- নন এসি টুইন বেড রুম – ২০০০ টাকা
- টুইন বেড ডিলাক্স এসি রুম – ৩০০০ টাকা
- ডিলাক্স কাপল রুম – ৩০০০ টাকা
- নর্থ ভিউ সুইট – ৪০০০ টাকা
- এক্সক্লুসিভ সুইট – ৬০০০ টাকা।
মোবাইল: ০১৭৬৬-২১২১৩১
ইমেইল: hotelnorthview2012@gmail.com
ওয়েবসাইট: https://hotelnorthview.business.site
ফেসবুক: https://m.facebook.com/p/Hotel-North-View-10004402311263/
৫. লিটল রংপুর ইন
পুরোপুরি ডিলাক্স রুম সার্ভিস নিয়ে রংপুরে আছে লিটল রংপুর ইন আবাসিক হোটেল। রেস্টুরেন্ট, ওয়াইফাই, জিম ফেসিলিটিস,ওয়াটার হিটার সহ ২৪ ঘন্টা রুম সার্ভিস ও ফ্রন্ট ডেস্ক সার্ভিস পাবেন এই হোটেলে।
ঠিকানা: লিটল রংপুর ইন হোটেলটি রংপুরের কোতোয়ালি থানা রোডে অবস্থিত।
ভাড়া
- ডিলাক্স সিঙ্গেল রুম – ১২৬৫ টাকা
- ডিলাক্স ডবল রুম – ২৫৩০ টাকা
- ডিলাক্স টুইন বেড রুম – ২৫৩০ টাকা
- ডিলাক্স ফ্যামিলি রুম – ৩০৪৭ টাকা।
মোবাইল: ০১৭৮০-৭১৭১৭১
ইমেইল: littlerangpur@gmail.com
ওয়েবসাইট: https://littlerangpur.com
৬. হোটেল গোল্ডেন টাওয়ার
রংপুরের মোটামুটি ভালো মানের আবাসিক হোটেলে উঠতে চাইলে চলে যেতে পারেন হোটেল গোল্ডেন টাওয়ারে। সিঙ্গেল এসি ও নন এসি রুম সহ কাপল ও টুইন বেড রুম পাবেন এখানে। এক্সট্রা সুবিধা হিসেবে থাকছে ফ্রি ওয়াইফাই ও পার্কিং প্লেস। তবে কোনো ফ্যামিলি কেবিন নেই। আপাততঃ তাদের রেস্টুরেন্ট সার্ভিস বন্ধ আছে।
ঠিকানা: জাহাজ কোম্পনী মোড়, রংপুর।
ভাড়া:
- নন এসি সিঙ্গেল রুম – ১০০০ টাকা
- এসি সিঙ্গেল রুম – ১৮০০ টাকা
- এসি টুইন বেড রুম – ৩৫০০ টাকা
- এসি কাপল বেড রুম – ৩৫০০ টাকা
মোবাইল: ০১৭২০-৫৩৬২০৮ বা, ০১৭১৮-৪০৯৬৯২
ওয়েবসাইট: www.hotelgoldentowerrangpur.com
৭. হোটেল পার্ক
মোটামুটি সাশ্রয়ী খরচে পরিবার নিয়ে রংপুরে থাকতে চাইলে চলে যোতে পারেন ‘হোটেল পার্ক’-এ। এখানে তুলনামূলক কম ভাড়ায় নন এসি ডবল ও নন এসি টুইন বেড রুম পেয়ে যাবেন। তাছাড়াও আছে সিঙ্গেল এসি রুম, ডিলাক্স রুম ও পার্ক ভিআইপি রুম। তবে এখানে রুম সার্ভিস ছাড়া এক্সট্রা কোনো সুবিধা নেই। যারা গাড়ি নিয়ে যাবেন তারা এই হোটেল টি তালিকা থেকে বাদ দিতে পারেন। কেননা এখানে কোনো পার্কিং সুবিধা নেই।
ঠিকানা: দৈনিক যুগের আলো অফিস সংলগ্ন, জি এল রায় রোড, রংপুর।
ভাড়া:
- ডিলাক্স সিঙ্গেল এসি রুম – ১৫০০ টাকা
- ডিলাক্স নন এসি কাপল রুম – ১১০০ টাকা
- ডিলাক্স নন এসি টুইন বেড রুম – ১১০০ টাকা
- ডিলাক্স এসি কাপল রুম – ১৫০০ টাকা
- ডিলাক্স এসি টুইন বেড রুম – ১৬০০ টাকা
- পার্ক ভিআইপি রুম – ১৮০০ টাকা
মোবাইল: ০১৭১১-৪৩৭১০৫ বা, ০১৭৬৩-৮০১১১৫
ঢাকা বুকিং অফিস: ০১৭৭৬-৪৬৭৭৮৯
৮. রায়ান্স হোটেল এন্ড রেস্টুরেন্ট
যারা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি আবার আরামদায়ক আবাসিক হোটেল খুঁজছেন তাদের জন্য ভালো অপশন হতে পারে রায়ান্স হোটেল এন্ড রেস্টুরেন্ট। এসি এবং নন এসি দুই ধরনের রুমই পাবেন। তাছাড়া বাড়তি সুবিধা হিসেবে থাকছে: সকালের ফ্রি নাশতা, ওয়াইফাই সার্ভিস, ২৪ ঘন্টা রুম সার্ভিস, গরম পানির সুব্যবস্থা এবং ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট। তাছাড়া কর্পোরেট অনুষ্ঠানের জন্য হল রয়েছে।
ঠিকানা: লাল কুঠি রোড, রংপুর।
ভাড়া:
- সিঙ্গেল নন এসি রুম – ১০০০ টাকা
- সিঙ্গেল এসি রুম – ১৫০০ টাকা
- ডবল এসি রুম – ১৯৫০ টাকা
- ডিলাক্স ডবল রুম – ২৭০০ টাকা
মোবাইল: ০১৭৩৮-৬৯৫৭২৫ বা, ০১৭৮৬-৮৮৮৮১৯
ইমেইল: contact@rayansbd.com
৯. কাস্পিয়া দি হোম
মূলত কর্পোরেট কাজের জন্য যারা রংপুরে আসেন তাদের কাছে খুব জনপ্রিয় একটি আধুনিক আবাসিক হোটেল কাস্পিয়া দি হোম। অত্যাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ ডিলাক্স রুমের জন্য এই হোটেলটি দেশী বিদেশী গেস্ট দের কাছে আস্থার জায়গা।
ঠিকানা: রংপুর সার্কিট হাউজ সংলগ্ন, ক্যান্টনমেন্ট রোড, রংপুর।
ভাড়া:
- ডিলাক্স সিঙ্গেল রুম ভাড়া – ২০০০ টাকা
- ডিলাক্স টুইন বেড রুম ভাড়া – ২৫০০ টাকা
- সুপার ডিলাক্স কাপল রুম ভাড়া – ৩৫০০টাকা
- সুপার ডিলাক্স ট্রিপল বেড রুম ভাড়া – ৩৫০০ টাকা
- নির্বাহী স্যুট রুম ভাড়া – ৫০০০ টাকা
মোবাইল: ০১৯৭৭-২২৭৭৪২
ইমেইল: caspia.rest@gmail.com
রংপুরের আরও কয়েকটি আবাসিক হোটেলের তালিকা:
১. হোটেল শাহ্ আমানত (০৫২১-৬৫৬৭৩)
২. হোটেল চাঁদিমা আবাসিক (০১৭১৯-১১৯৩১০)
৩. হোটেল ফ্রেন্ডস আবাসিক (০১৭১২-৭০৪৯৭৩)
৪. হোটেল রাজ আবাসিক (০১৭১৬-৩২৪২৫৯)
৫. হোটেল সান আবাসিক (০১৭১২-৬৮৫৪৯২)

