মক্কার হারামাইন শরিফ মসজিদের ছবি, ইতিহাস এবং পরিচিতি | কাবার পিক ডাউনলোড

মসজিদ আল হারাম বা হারামাইন শরিফ মসজিদ মুসলমানদের কাছে পৃথিবীর সবথেকে পবিত্রতম স্থান যা সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত। প্রতিবছর প্রায় পাঁচ মিলিয়ন মুসলিম হজ্জ ও ওমরাহর উদ্দেশ্যে হারামাইন শরিফে উপস্থিত হয়। বড় মসজিদ নামে পরিচিত পৃথিবীর বৃহত্তম এই মসজিদে একসাথে ৪ মিলিয়ন মুসল্লি সালাত আদায় করতে পারে।

অসাধারণ স্থাপত্যশৈলী ও ধর্মীয় অনুভূতির শীর্ষে অবস্থিত পবিত্র এই মসজিদে মুসুল্লিদের আগমনের মূল উদ্যেশ্য আল্লাহর সন্তুষ্টি আদায় করা। মসজিদের কেন্দ্রে অবস্থিত পবিত্র কাবা ঘর পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ স্থান, যাকে কিবলা হিসেবে সম্মানিত করে সমগ্র বিশ্বের মুসলমান সম্প্রদায় সালাত আদায় করে। কাবা ঘর ছাড়াও জমজম কূপ, হাজরে আসওয়াদ, সাফা ও মারওয়া পাহাড় মসজিদ আল হারামের গুরুত্বপূর্ণ অংশ।

মক্কার হারামাইন শরিফ মসজিদের ইতিহাস

পবিত্র কুরআনে আছে, হযরত ইব্রাহিম (আঃ) ও তাঁর পুত্র ইসমাইল (আঃ) একত্রে কাবা নির্মাণের কাজ করেন। ৬৯১ সালে প্রথম ছাদ ও চারপাশে দেয়াল দিয়ে কাবা শরিফ ঢেকে দেয়া হয়েছিল। ১৫৭০ সালে উসমানীয় সুলতান দ্বিতীয় সেলিমের আমলে ছাদের বদলে ক্যালিওগ্রাফি গম্বুজ ও নতুন স্তম্ভ স্থাপন করা হয়। ১৯৫৫ থেকে ১৯৭৩ সালের মধ্যে সাফা ও মারওয়াকে মসজিদের দালানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। মসজিদটির সবচেয়ে সাম্প্রতিক সংস্করণ করা হয়েছে ২০১৮ সালে।

হারামাইন শরিফ মসজিদের স্থাপনা

পবিত্র কাবা শরিফের চারদিকে ঘিরে যে মসজিদ অবস্থিত তাকেই মসজিদ আল হারাম বা হারামাইন শরিফ বলা হয়। মসজিদ আল হারামের বর্তমান আয়তন ৩ লাখ ৫৬ হাজার ৮০০ বর্গমিটার বা ৮৮.২ একর। মসজিদটির ৮১টি দরজা রয়েছে এবং প্রত্যেকটি দরজাই সব সময় উন্মুক্ত থাকে।

মসজিদের কেন্দ্রে অবস্থিত কালো গিলাফে মোড়া পবিত্র বাকা ঘর। মসজিদটির মোট নয়টি সুন্দর ও সুউচ্চ মিনার রয়েছে এবং মিনার গুলোর উচ্চতা ৮৯ মি ২৯২ ফুট। মসজিদের ভেতরের মোজাইক করা সিলিং, কারুকার্য খচিত দেয়াল, ভেতরে ও বাইরের চমৎকার নকশা বিশ্বের সকল মুসুল্লিকে আবাক করে দেয়। বর্তমানে হারামাইন শরিফ বিশ্বের সবথেকে দামী স্থাপনা গুলোর মধ্যে প্রথম স্থানে আছে৷

মসজিদ আল হারাম এর গুরুত্বপূর্ণ স্থান সমূহ

মসজিদ আল হারামের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে যা মুসলমানদের হজ্জের একটি বিশেষ অংশ এবং প্রত্যেকটি স্থানেরই ঐতিহাসিক তাৎপর্য আছে।

১. কাবা

কাবা

মসজিদের কেন্দ্রে অবস্থিত চারকোনা আকৃতির কাবা মুসলিম সম্প্রদায়ের সবথেকে পবিত্রতম স্থান। হাজীগন প্রতিনিয়ত কাবা শরীফ জিয়ারত করতে থাকে। আশ্চর্যজনক হলেও এটাই সত্যি যে কোনো সময়ই পবিত্র কাবা জিয়ারত থেমে থাকে না। প্রতি মুহূর্তে কেউ না কেউ কাবা শরিফ জিয়ারত করতে থাকে। এমনকি ইতিহাসের উল্লেখযোগ্য বন্যার সময়ও হাজীগন সাতার কেটে কাবা শরিফ জিয়ারত করেছেন।

২. হাজরে আসওয়াদ

মক্কার ছবি
ক্রেডিটঃ Inside the Haramain

কাবা শরিফের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত হাজরে আসওয়াদ বা কালো পাথর মুসলমানদের কাছে সবথেকে পবিত্রতম বস্তু যার ওপরে চুমু খাওয়ার জন্য হাজীদের মধ্যে সব সময়ই প্রতিযোগিতা চলতে থাকে। বিশ্বাস করা হয় পবিত্র এই পাথর আদম (আঃ) এবং হাওয়া (আঃ) এর সময় থেকে পৃথিবীতে আছে।

৩. মাকামে ইব্রাহিম

কাবার পাশে একটি কাঁচের গম্বুজে মাকামে ইব্রাহিম সংরক্ষিত আছে। এটি একটি পবিত্র পাথর যার ওপর হযরত ইব্রাহিম (আ) এর পায়ের ছাপ রয়েছে।

৪. সাফা ও মারওয়া পর্বত

ইব্রাহিম এর স্ত্রী হাজেরা তার সন্তান ইসমাইল(আ এর জন্য পানির খোজে এই দুটি পর্বতে ছোটাছুটি করেছিলেন।

৫. জমজম কূপ

Zamzam Well – @Arab News

মসজিদ আল হারামে অবস্থিত একটি পবিত্র পানির উৎস জমজম কূপ যা আল্লাহর তরফ থেকে অলৌকিক ভাবে সৃষ্টি হয়েছিল।

হারামাইন শরিফ মসজিদ বা মসজিদে আল হারামে হজ্জ করতে যাওয়ার স্বপ্ন সকল মুসলিমদের মনেই জাগ্রত হয়। প্রত্যেক সামর্থ্যবান মুসলম নর নারীর জন্য জীবনে একবার হজ্জ পালন করতে মসজিদ আল হারামে উপস্থিত হওয়া ফরজ।

মক্কা এবং কাবার ছবি

Leave a Comment

Scroll to Top