রিভেরি হলিডে রিসোর্ট – গাজীপুরের পিকনিক স্পট

ব্যক্তিগত ভাবে স্পট বুক করে, সারাদিন পিকনিক আয়োজন করার জন্য গাজীপুরের মধ্যে আছে মনোরম পরিবেশে সুসজ্জিত রিভেরি হলিডে রিসোর্ট। ঢাকা থেকে বেশিরভাগ প্রতিষ্ঠানই পিকনিক করতে গাজীপুরে আসে। কেননা গাজীপুরের আনাচে কানাচে আছে গ্রামীণ পরিবেশে অসাধারণ ছোট বড় পিকনিক স্পষ্ট বা রিসোর্ট। 


সে রকমই একটি পিকনিক স্পষ্ট হলো রিভেরি হলিডে রিসোর্ট।যারা একদিনের জন্য সম্পূর্ণভাবে নিজেদের জন্য স্পট নিতে চান তাদের জন্য এই রিসোর্ট টি একদমই পারফেক্ট। বুকিং এর দিন শুধুমাত্র আপনারাই উপভোগ করতে পারবেন সুন্দর, মনোরম, সুসজ্জিত এই রিসোর্সটি।বহিরাগত কাউকে আপনাদের নির্ধারিত সময়ে প্রবেশ অনুমতি দেয়া হবে না।


নিজেদের ইচ্ছে মতো সারাদিনব্যাপি আয়োজন করতে পারবেন পিকনিক কার্যক্রম।
এছাড়া কেউ চাইলে পরিবার নিয়ে বা ব্যক্তিগত ভাবেও এখানে ঘুরতে আসতে পারবেন।২/৩ দিনের ছুটিতেও কেউ চাইলে পরিবার এখানে বেড়াতে আসতে পারেন। কেননা রাতে থাকার জন্যও আছে সুব্যবস্থা। (খাবার প্যাকেজ সহ)

রিভেরি হলিডে রিসোর্টের সঠিক লোকেশন

রিভেরি হলিডে রিসোর্ট গাজীপুর সিটি কর্পোরেশন এর ২০ নং ওয়ার্ড সালনাতে অবস্থিত।ঢাকা থেকে প্রথমে গাজীপুর চৌরাস্তা আসতে হবে। চৌরাস্তা থেকে অটো বা হাইওয়ে মিনি বাসে করে আসতে হবে সালনা স্টপেজে।ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে চৌরাস্তার পরে প্রথম স্টপেজটিই হলো সালনা বাজার।
চৌরাস্তা থেকে সালনা বাজারের ভাড়া মাত্র দশ টাকা।

অটো বা হাইওয়ে মিনি বাস, দুটোতেই একই ভাড়া।সালনা বাজারের পশ্চিম দিকে সালনা টু মৈশানবাড়ি রোডে লোকাল অটো করে যেতে পারবেন রিভেরি হলিডে রিসোর্টে।এটা স্থানীয় ভাবে খানবাড়ি রিসোর্ট নামেই পরিচিত। যে কোনো রিকশা বা অটো ড্রাইভারকে বললেই পৌছে দিবে আপনাকে এই রিসোর্টে।এখানেও মাথাপিছু ভাড়া পড়বে মাত্র ১০ টাকা।


যারা পিকনিকের জন্য গাড়ি বুক করে আসবেন, তারা গাজীপুর চৌরাস্তায় এসে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ধরে সালনা বাজার স্টপেজে চলে আসবেন।সেখান থেকে পশ্চিম দিকে সালনা টু মৈশানবাড়ি রোডে ঢুকে যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে রিভেরি হলিডে রিসোর্টের সঠিক অবস্থান।

hotel booking

রিসোর্ট বুকিং প্যাকেজ রেট

রিভেরি হলিডে রিসোর্ট মূলত কোনো উন্মুক্ত পার্ক বা দর্শনীয় স্থান নয়।তাই এখানে টিকেট কেটে ঢোকার মতো সুযোগ নেই।এখানে পিকনিকে আসতে হলে আগে থেকেই বুকিং নিয়ে রাখতে হবে নির্ধারিত দিনের জন্য। পিকনিক বুকিং রেট তারা কখনই উন্মুক্ত করে বলেন না বিধায় এর সঠিক রেঞ্জ বলাটা কষ্টকর। 


সময় ও অতিথিদের সংখ্যার উপর নির্ভর করে তাদের এই পিকনিক চার্জ।এছাড়া পরিবার নিয়ে ঘুরতে আসতে চাইলে প্যাকেজ রেটে আাসা যাবে।একদিনের খাওয়া খরচ ও একদিন একরাত অবস্থান করার জন্য প্যাকেজ রেট সর্বনিম্ন ২০০০৳ থেকে শুরু। পিকনিকের জন্য নিজস্ব খরচে ও নিজস্ব ব্যবস্থাপনায় খাবার তৈরি করে নিতে পারেন অথবা রিসোর্ট কর্তৃপক্ষকেও অর্ডার করতে পারেন।তাদের খাবার মূল্য অন্যান্য পার্কের রেস্টুরেন্টের থেকে তুলনামূলক অনেক কম।

কেন যাবেন রিভেরি হলিডে রিসোর্টে?

শহুরে জীবনের কর্মব্যস্ততাকে পাশ কাটিয়ে একটু স্বস্তির নিশ্বাস ফেলতে চাইলে আসতে পারেন গ্রামীণ পরিবেশে অবস্থিত এই রিভেরি হলিডে রিসোর্টে।পুরোনো জমিদার বা প্রভাবশালী ব্যক্তিরা আলাদা বাগান বাড়ি তৈরি করতেন অবসরে বেড়াতে যাওয়ার জন্য।এখানে ব্যাপারটাও অনেকটা সেরকমই । আছে সুবিশাল ঘাস বিছানো মাঠ যেখানে বাচ্চারা স্বস্তিতে সারাদিন ছুটোছুটি, খেলাধুলা করতে পারবে।আছে নিস্তব্ধ বাগান,বাগানের মধ্য দিয়ে রাস্তা, রাস্তার পাশে সুন্দর ডেকোরেটেড বেঞ্চ।


আছে দোলনা, বাচ্চাদের খেলার জন্য স্লিপার।আমার মতে এখানে বাচ্চাদের একদিনের জন্য ছেড়ে দিলে ওরা অনেক এনজয় করতে পারবে।আছে ছোট ছোট কুটির আর তার মধ্যে বসার জন্য সোফার সুব্যবস্থা। আছে ঘাট বাধানো পুকুর।কতো ধরনের গাছ যে এখানে আছে সেটা নিজের চোখে না দেখলেই নয়।


চাইলে এখানকার ভিলাতে আপনি রুম ভাড়া নিয়ে থাকতে পারবেন ২/৩ দিনের জন্য। রাতের পরিবেশটা উপভোগ করার জন্য আপনাকে তো এখানে থাকতেই হবে।রাতের পরিবেশটা যে কতোটা মায়াময় ও উপভোগ্য তা উপভোগ করার অভিজ্ঞতা না হলে বলে বোঝানো সম্ভব না।তবে পরিবারের সাথে না আসলে এখানে রাত্রি যাপন একদমই উচিত হবে না।নিরাপত্তার কিছুটা বিষয় মাথায় রেখে অবসর উপভোগ করাটা বুদ্ধিমানের কাজ।


পিকনিকে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চাইলে আছে সুবিশাল ছাউনি দেয়া হলঘর।সেখানে নিজেদের ইচ্ছেমতো ডেকোরেশন করে অনুষ্ঠানের আযোজন করা যাবে।


খাবার পরিবেশন করার জন্য আছে সুসজ্জিত, বৃহৎ ডাইনিং প্লেস। আপনারা চাইলে নিজস্ব কুক দ্বারা ব্যক্তিগত ভাবে খাবারের আয়োজন করতে পারবেন অথবা রান্নার ঝামেলা এড়াতে চাইলে রিসোর্ট কর্তৃপক্ষের কাছে খাবার অর্ডার করতে পারেন।সেক্ষেত্রে রিসোর্ট ভাড়া সহ খাবারের মোট বিল হিসেব করে আগে থেকে কনফার্ম করে নিবেন।যাতে পরে ঝামেলায় পড়তে না হয়।
এখানকার মনোরম পরিবেশ আর চোখ জুড়ানো ডেকোরেশন আপনার মন কাড়বেই।

রিভেরি হলিডে রিসোর্টে আমাদের পিকনিক

স্কুলে চাকরি করার সুবাদে গাজীপুরের বিভিন্ন রিসোর্ট ও পিকনিক স্পটে ঘুরতে যাওয়ার সুযোগ হয়েছে।পিকনিক স্পটগুলোর মধ্যে এই রিভেরি হলিডে রিসোর্টটি আমার মনে থাকবে সব সময়। এর মন মাতানো পরিবেশ আর অসাধারণ ডেকোরেশন যে কারোরই মন খুশি করে দিতে পারবে।আমাদের স্কুল থেকে রিসোর্টের দূরত্ব খুব বেশি নয় বলে আমরা কোনো গাড়ি বুক করিনি।প্রত্যেককে নিজ নিজ দায়িত্বে রিসোর্টে পৌছে একত্রিত হওয়ার জন্য বলা হয়েছিল।


সকাল ৮ টার মধ্যে পৌছে গেলাম রিসোর্টে। পিকনিক কুপন দেখানোর সাথে সাথে আমি রিসোর্টে ঢোকার অনুমতি পেলাম।অপরিচিত কাউকে পিকনিক কুপন ছাড়া ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ। ভেতরে ঢুকে প্রথপ্রথমেই আমার চোখ গেল ঘাট বাঁধানো পুকুরের দিকে। চারপাশে গাছপালায় ঘেরা সুবিশাল একটি ঘাট বাঁধানো পুকুর দেখেই মনটা ভালো হয়ে গেল। ভিতরে গিয়ে দেখলাম কিচেন প্লেসে আমাদের নিজস্ব কুক রান্নাবান্না শুরু করে দিয়েছেন। যেহেতু রিসোর্ট টা আমাদের স্কুলের আশে পাশেই তাই আমরা নিজস্ব বব্যবস্থাপনায় রান্নাবান্না করেছি। 


ভিতরে গিয়ে প্রথমে আমরা অনুষ্ঠানের জন্য নির্ধারিত স্থানে ডেকোরেশন এর কাজ শুরু করলাম। যেহেতু অনেক বড় এরিয়া এবং সুবিশাল মাঠ আছে তাই আমরা সেখানে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করেছিলাম। খেলার আয়োজন শেষ করতে না করতেই দেখলাম আমাদের কুক ডাইনিং প্লেসে খাবার পরিবেশন করা শুরু করে দিয়েছে।


দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা পুরো রিসোর্স টা ঘুরে দেখলাম।চমৎকার একটা অভিজ্ঞতা হলো।তারপর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলাম পুরো বিকেল জুড়ে । যেহেতু পুরো আমরা নিজেদের লোক ছাড়া আর কোনো বহিরাগত লোক ছিল না তাই খুব স্বস্তির সাথে আমরা পুরোটা দিন উপভোগ করতে পেরেছিলাম। বাচ্চারা সারাদিন হুটোপুটি, দৌড়ঝাঁপ, খেলাধুলার মধ্য দিয়ে কাটিয়েছে দিনটি।

যদি কেউ জানতে চায় ঢাকা থেকে সারাদিনের জন্য পিকনিক করতে আসতে চাইলে কোন রিসোর্সটি সবথেকে ভালো হবে, তাহলে আমি রিভেরি হলিডে রিসোর্টকে সুপারিশ করতেই পারি।ব্যক্তিগতভাবে আমার কাছে স্পটটি অসাধারণ লেগেছে।তবে পিকনিকের জন্য বুকিং দেয়ার আগে আপনাদের অবশ্যই আগে এক দুজন এসে সব কিছু দেখে নিলে ভালো হবে। 


পছন্দ হলে কর্তৃপক্ষের সাথে কনট্রাক করে তবেই বুকিং দেয়া উচিত বলে আমার মনে হয়।আর রিসোর্ট ভাড়ার বিষয়টি আগে থেকেই সবকিছু ফাইনাল করে নিতে হবে যাতে পরবর্তীতে কোনো ধরনের সমস্যা না হয়।আগে থেকে সব কিছু ঠিক ঠাক করে প্লান মাফিক আয়োজন করলে আপনি উপভোগ করতে পারবেন সুন্দর একটি আনন্দঘন মুহূর্ত।


বিভিন্ন হোটেল রিসোর্ট বুক করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।আমাদের GooFly24 কাজ করছি ট্রাভেল নিয়ে। বিমান টিকিট, হোটেল বুক সহ অন্যান্য সেবা পেতে চলে আসতে পারেন আমাদের অফিসে কিংবা যোগাযোগ করতে পারেন আমাদের পেজে এসএমএস  করে।
পেজ লিংকঃ  GooFly24

Scroll to Top