এই শীত শীত আবহাওয়ায় ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো সি বিচ বা সমুদ্রসৈকত। হতে পারে সেটা কুয়াকাটা কিংবা হতে পারে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। এ সময়টা সাধারণত পর্যটকের বিপুল আনাগোনা দেখা যায়।
দেশি বিদেশি নানা পর্যটকের পদচারণায় মুখর থাকে কক্সবাজার সমুদ্র সৈকতের প্রতিটা পয়েন্ট। সূর্যোদয়, সূর্যাস্ত, ঝাউবনের আলো আধাঁরির সাথে সাগরের শোঁ শোঁ গর্জন….উফফ! এতটুকু পড়ে আপনারও নিশ্চয়ই লোভ হচ্ছে একটু লোনা জলের হাওয়া উপভোগ করার।
যেতে চান! নিশ্চয়ই যাবেন, তার আগে সেখানে থাকা খাওয়ার একটা বন্দোবস্ত তো চাই ই চাই। জি পাঠক! আপনাদের জন্য আমাদের আজকের আয়োজনে থাকছে কক্সবাজারের সেরা হোটেল সমূহ সম্পর্কে বর্ণনা, যোগাযোগের নাম্বার।
কক্সবাজারের সেরা হোটেল সমূহ
কক্সবাজারের ছোটো, বড়, থেকে শুরু করে বিলাসবহুল নানা ধরনের হোটেল মোটেল সম্পর্কে বিস্তারিত জানতে কক্সবাজারের সেরা হোটেল তালিকাটি দেখে নিন।
১. সিগাল হোটেল লিমিটেড :
কক্সবাজারের সেরা হোটেল সমূহের মাঝে এই হোটেলটি তালিকার শীর্ষে রয়েছে। সুগন্ধা পয়েন্টের সাথে লাগোয়া এই হোটেল থেকেই আপনি উপভোগ করতে পারবেন সমুদ্র, পাহাড় আর ঝাউবনের মনোরম দৃশ্য। নজরকাড়া এ হোটেল টি কক্সবাজার বিচের হোটেল মোটেল জোনে অবস্থিত।
কক্সবাজার বিমানবন্দর থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে, বাস টার্মিনাল থেকে প্রায় ৪ কিলোমিটার এবং কলাতলী বিচ থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত এই পাঁচ তারকা হোটেল।
আপনি চাইলে নিজস্ব পরিবহনের মাধ্যমেও হোটেলে আসতে পারবেন, তবে সেক্ষেত্রে নিতে হবে হোটেল কর্তৃপক্ষের অনুমতি। যেভাবেই যেতে চান না কেনো সুগন্ধা পয়েন্টে আসলেই এই পাঁচ তারকা বিলাসবহুল হোটেলটি আপনার নজর কাড়তে বাধ্য। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কি আছে এই বিলাসবহুল হোটেলে।

অতিথি আপ্যায়নের জন্য এই হোটেলে রয়েছে 182 টি রুম। যার মধ্যে রয়েছে রেগুলার রুম, ডিলাক্স রুম, স্যুইট রুম এবং মধুরিমা স্যুইট রুম। আপনি যে ধরনের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে চান তার উপর ভিত্তি করে আপনাকে রুম সিলেকশন করতে হবে।
কারণ ডিলাক্স রুম ও রেগুলোর রুমগুলো প্রাকৃতিক দৃশ্যের উপর ভিত্তি করে তৈরী করা। কোন কোন রুম থেকে দেখা যায় সাগরের দৃশ্য আবার কোন কোন রুম থেকে দেখতে পাবেন পাহাড়ের দৃশ্য।
এই সাগর পাহাড়ের দৃশ্যের উপর ভিত্তি করে রুম প্রতিরাত ভাড়া আপডাউন করবে। আপনাদের সুবিধার্থে আমরা চেষ্টা করছি এ হোটেলের সব ধরনের রুমের ভাড়া উল্লেখ করার:

রুম টাইপ এবং ভাড়া
- রেগুলার হিল সাইড /সিঙ্গেল/ ৫৮৫০ হতে শুরু।
- রেগুলার হিলসাইড /ডাবল/ ৬৩২৪ হতে শুরু।
- রেগুলার সি সাইড /সিঙ্গেল /৬২৪৫ হতে শুরু।
- রেগুলার সি সাইড/ ডাবল / ৬৭১৯ হতে শুরু।
- ডিলাক্স হিল সাইড/ সিঙ্গেল/ ৭০৩৬ হতে শুরু।
- ডিলাক্স হিল সাইড / ডাবল / ৭৫১০ হতে শুরু।
- ডিলাক্স সি সাইড / সিঙ্গেল/ ৭৪৩১ হতে শুরু।
- ডিলাক্স সি সাইড/ ডাবল / ৭৯০৫ হতে শুরু।
- স্যুইট রুম ১৫০২০ টাকা হতে শুরু।
- মধুরিমা স্যুইট রুম ৪৩৪৭৮ হতে শুরু।
তবে হ্যাঁ,আমাদের উল্লেখিত ভাড়াই যে সব সময় থাকবে এমন কোন কথা নেই। সিজন এবং পর্যটক অনুসারে ভাড়া হ্রাস বৃদ্ধি হতে পারে। চলুন পাঠক এবারে জেনে নিই পাঁচ তারকা এই হোটেলে আপনারা পাচ্ছেন কি কি সুযোগ সুবিধা :
- কারেন্সি এক্সচেঞ্জ
- প্রাইভেট বিচ
- পার্কিং
- লকার রুম
- লাগেজ রুম
- ফ্রি ওয়াইফাই
- ২৪ ঘন্টা রুম সার্ভিস
- পাঁচটি বিশ্বমানের রেস্তোরাঁর খাবার
- সংবাদপত্রের ব্যবস্থা ইত্যাদি
অত্যাধুনিক রুম ও ইন্টেরিয়র সুবিধা সম্বলিত এই হোটেলটি বুকিং দিতে যোগাযোগ করুন নিম্নের ঠিকানায়:
কক্সবাজার অফিস:
হোটেল মোটেল জোন, কক্সবাজার
টেলিফোন: +৮৮ ০৩৪১ ৬২৪৮০ – ৯০
মোবাইল : +৮৮ ০১৭৬৬৬৬৬৫৩০ – ৩৪
ইমেইল: reservations@seagullhotelbd.com
ওয়েবসাইট: www.seagullhotelbd.com
চট্টগ্রাম অফিস:
২১/২২ আখতারুজ্জামান সেন্টার(৭ম তলা)
আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া, চট্টগ্রাম – ৪১০০
মোবাইল: +৮৮ ০১৭৬৬৬৬৬৫৩৮
ইমেইল: salesctg@seagullhotelbd.com
ঢাকা অফিস:
হোয়াইট হাউজ হোটেল
১৫৫, শান্তিনগর, ঢাকা – ১২১৭
ইমেইল : sales@seagullhotelbd.com
২. ওশান প্যারাডাইস লিমিটেড:
কক্সবাজারের সেরা হোটেল সমূহ এর মাঝে ২য় স্থানে রয়েছে ওশান প্যারাডাইস লিমিটেড। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আরামদায়ক একটি ভ্রমণের জন্য ওশান প্যারাডাইস লিমিটেডের তুলনা নেই। সিগালের পরেই এটি আরো কক্সবাজারের আরো একটি সেরা পাঁচ তারকা হোটেল।
কক্সাবাজার বিমানবন্দর থেকে প্রায় ৪ কিলোমিটার এবং বাস টার্মিনাল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরত্বে কলাতলী বিচের একদম কাছেই অবস্থিত এই হোটেল টিতে রয়েছে অতিথি আপ্যায়নের জন্য 296 টি অত্যাধুনিক রুম।
যার মধ্যে রয়েছে ডিলাক্স,সুপিরিয়র ডিলাক্স, প্রিমিয়ার ডিলাক্স, এক্সিকিউটিভ ডিলাক্স, হানিমুন স্যুইট, জুনিয়র স্যুইট, এক্সিকিউটিভ স্যুইট, ক্রিয়েটিভ স্টুডিও এবং প্রেসিডেন্সিয়াল স্যুইট ধরনের রুম।
সুযোগ-সুবিধা সিগাল হোটেলের কাছাকাছি হলেও এ হোটেলে থাকতে আপনাকে গুণতে হবে প্রতিরাত সর্বনিম্ন ৯০০০ টাকা থেকে সর্বোচ্চ ৯০,০০০ টাকা পর্যন্ত।

এই হোটেলের অভ্যন্তরীণ যেসব সুযোগ সুবিধা রয়েছে তা হলো:
- কারেন্সি এক্সচেঞ্জ
- প্রাইভেট বিচ
- পার্কিং
- লকার রুম
- লাগেজ রুম
- ফ্রি ওয়াইফাই
- ২৪ ঘন্টা রুম সার্ভিস
- পাঁচটি বিশ্বমানের রেস্তোরাঁর খাবার
- সংবাদপত্রের সুবিধা
- ফিটনেস সেন্টার
- বিজনেস সেন্টার।
- কিডস জোন
- প্রাইভেট বার
- রুম সেফটি
- কনফারেন্স ও ব্যানকুইট হল
- লন্ড্রি
- ৪৮ টি চ্যানেল সহ টিভি
- হাই স্পিড ইন্টারনেট সেবা
- গরম ও ঠান্ডা পানির সুব্যবস্থা
- জরুরি প্রয়োজনে ডাক্তার
- হেয়ার ড্রেসার
অত্যাধুনিক রুম ও বিলাসবহুল সুবিধা সম্বলিত এই হোটেলটি বুকিং দিতে যোগাযোগ করুন নিম্নের ঠিকানায়:
কক্সবাজার অফিস:
হোটেল মোটেল জোন
কলাতলী রোড, কক্সবাজার
মোবাইল : +৮৮ ০৯৬১৯ ৬৭৫ ৬৭৫
ইমেইল: reservation@oceanparadisehotel.com
চট্টগ্রাম অফিস:
বাসা ২, রোড ২, লেন ৩, ব্লক ক
হালিশহর এইচ/ই পি.সি রোড
চট্টগ্রাম ৪২১৮
মোবাইল: +৮৮ ০১৯৩৮৮৪৬৭৭০
ঢাকা অফিস:
বাসা ৩বি,( ২য় তলা), রোড – ৪
বনানি ডিওএইচএস ১২০৬
মোবাইল: +৮৮ ০৯৩৮৮৪৬৭৭৮
৩. রয়্যাল টিউলিপ সি পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা:
নাম দেখেই চমকে উঠলেন! চমকে উঠার মতোই বিষয়, কেননা এখন যে রিসোর্ট নিয়ে আলোচনা করছি তা বাংলাদেশের সবচেয়ে বড়ো ইকে রিসোর্ট। প্রায় ১৫ একর জায়গা জুড়ে বিখ্যাত ফরাসি কোম্পানি ল্যুভর গ্রুপ অফ হোটেলস ব্র্যান্ডের আদলে তৈরী এ রিসোর্ট টির অবস্থান ইনানি পয়েন্টে।
অতিথি আপ্যায়নের জন্য এতে রয়েছে ৪৯৩ টি বিলাসবহুল রুম। প্রায় ১০ টি ক্যাটাগরিতে বিভক্ত এ রুমগুলোতে এক রাত থাকার জন্য আপনাকে গুনতে হবে সর্বনিম্ন ১১,০০০টাকা হতে ১,১৮০০০ টাকা পর্যন্ত।

কক্সবাজারের এই সেরা হোটেলের অভ্যন্তরীণ যেসব সুযোগ সুবিধা রয়েছে তা হলো:
- কারেন্সি এক্সচেঞ্জ
- প্রাইভেট বিচ
- পার্কিং
- লকার রুম
- লাগেজ রুম
- ফ্রি ওয়াইফাই
- ২৪ ঘন্টা রুম সার্ভিস
- পাঁচটি বিশ্বমানের রেস্তোরাঁর খাবার
- সংবাদপত্রের সুবিধা
- স্পা, জাকুজি ম্যাসাজ
- ফিটনেস সেন্টার
- এয়ারপোর্ট ট্রান্সপোর্ট
- বিজনেস সেন্টার
- প্যারাসেইলিং
- স্নোরকেলিং
- কিডস জোন
- ওয়াটার পার্ক
- আউটডোর প্লে জোন
- ব্যাডমিন্টন ও টেনিস কোর্ট
- বিলিয়ার্ড
- হেয়ারড্রেসার
- ডিপ সি ফিশিং
- লন্ড্রি
- ইনডোর /আউটডোর সুইমিং পুল,ইত্যাদি।
তবে এই হোটেলটি কক্সবাজার বিমানবন্দর কিংবা বাসস্টপেজ থেকে বেশ দূরে। এয়ারপোর্ট থেকে এটার দূরত্ব ২৯.৫ কিলোমিটার এবং বাস স্টপেজ থেকে দূরত্ব প্রায় ২৭ কিলোমিটার। দূরে হলেও বিশ্বমানের সুবিধাদি সহ আরামদায়ক সফরের জন্য এটি থাকে ট্রাভেলারদের প্রথম চয়েস।
রয়্যাল টিউলিপ সি পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা হোটেলটি বুকিং দেয়ার জন্য যোগাযোগ করুন নিম্নের ঠিকানায়:
কক্সবাজার অফিস:
জালিয়াপালং, উখিয়া
ইনানি, কক্সবাজার – ৪৭৫০
মোবাইল : +৮৮ ০১৯৭০ ৬৬০৬৬,
+৮৮ ০১৮৮৭ ৬৬০৬৬
ইমেইল : resv.coxbazar@royaltulipbangladesh.com
চট্টগ্রাম অফিস:
৫৫৩, এস এ টাওয়ার ৮ম তলা
প্রবর্তক সার্কেল, চট্টগ্রাম।
মোবাইল :
+৮৮ ০১৮৪৪ ০১৬০১১
ঢাকা অফিস:
৮, পান্থপথ, ১৫ তলা
ইউসিসি টাওয়ার, ঢাকা ১২১৫
মোবাইল: ০১৯৭০৬৬০০৬৬
৪. সায়মন বিচ রিসোর্ট:
মেরিন ড্রাইভ রোডে অবস্থিত এই হোটেলটিও একটি পাঁচ তারকা হোটেল। বিভিন্ন ক্যাটাগরির স্যুইট সহ যে রুম গুলো আছে তাতে এক রাত থাকার জন্য আপনাকে গুণতে হবে ১০,০০০ টাকা থেকে ৪৫,০০০ টাকা পর্যন্ত।
সায়মন বিচ রিসোর্ট হোটেলে আপনি যেসব সুযোগ সুবিধা পাবেন তা হলো:

- কারেন্সি এক্সচেঞ্জ
- কিডস জোন
- প্রাইভেট বার
- সুইমিং পুল
- প্রাইভেট বিচ
- পার্কিং
- লকার রুম
- লাগেজ রুম
- ফ্রি ওয়াইফাই
- ২৪ ঘন্টা রুম সার্ভিস
- পাঁচটি বিশ্বমানের রেস্তোরাঁর খাবার
- সংবাদপত্রের সুবিধা
অত্যাধুনিক ও বিলাসবহুল সুবিধা সম্বলিত এই হোটেলটি বুকিং দিতে যোগাযোগ করুন নিম্নের মোবাইল নম্বরে : +৮৮ ০১৭ ৫৫ ৬৯১৯১৭।
৫. নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড:
চার তারকা মানের এই হোটেলটির অবস্থান মেরিন ড্রাইভ রোডের ৪৯২ নং প্লটে। এখানে থাকতে প্রতিরাত আপনার পকেট থেকে খসবে ৫৫০০ থেকে ২০, ০০০ টাকা পর্যন্ত।
নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড হোটেলটিতে আপনি যেসব সুযোগ সুবিধা পাচ্ছেন :

- পার্কিং
- লকার রুম
- লাগেজ রুম
- ফ্রি ওয়াইফাই
- ২৪ ঘন্টা রুম সার্ভিস
- পাঁচটি বিশ্বমানের রেস্তোরাঁর খাবার
- সংবাদপত্রের সুবিধা, ইত্যাদি
নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড হোটেলটিতে বুকিং দিতে চাইলে যোগাযোগ করুন নিম্নের ঠিকানায়:
ওয়েবসাইট: https://www.neeshorgo.com.bd
মোবাইল: ০১৭৭১৫৬৬৬৭৩
৬. এক্সোটিকা সাম্পান হোটেল এন্ড রিসোর্ট:
এটিও মেরিন ড্রাইভের আরেকটি হোটেল। এখানকার রুমগুলোতে থাকার জন্য আপনার গুণতে হবে রাত প্রতি ৫০০০ থেকে ৮০০০ টাকা পর্যন্ত।
তিন তারকা মানের এই হোটেলটিতে আপনি যেসব সুযোগ সুবিধা পাচ্ছেন :
- পার্কিং
- লকার রুম
- লাগেজ রুম
- ফ্রি ওয়াইফাই
- ২৪ ঘন্টা রুম সার্ভিস
- পাঁচটি বিশ্বমানের রেস্তোরাঁর খাবার
- সংবাদপত্রের সুবিধা
আপনার বাজেট যদি একটু কম হয়, তাহলে নির্দিধায় এই হোটেলটি আপনার পছন্দের তালিকার প্রথমে থাকতেই পারে।
হোটেল বুকিং এর যোগাযোগ ঠিকানা:
মোবাইল : ০১৮৭৬০০০০১১
ইমেইল: exsampancox@gmail.com
৭. হোটেল সি কক্স:
কক্সবাজারের সেরা হোটেল তালিকার ৭ নং এ রয়েছে তিন তারকা মানের হোটেল সি কক্স। কক্সবাজারের কাকলি মোড়ের ১৩ নং প্লটের বি ব্লকে এটির অবস্থান।
- হোটেল সি কক্স এ আপনি যেসব সুযোগ সুবিধা পাচ্ছেন :
- লকার রুম
- লাগেজ রুম
- ফ্রি ওয়াইফাই
- ২৪ ঘন্টা রুম সার্ভিস
- সংবাদপত্রের সুবিধা
- গরম ও ঠান্ডা পানির সুব্যবস্থা।
- শীতাতপ নিয়ন্ত্রিত রুম।
এই হোটেলে রাত্রিযাপনের জন্য প্রতি রাত আপনাকে গুণতে হবে রুম ভেদে ৩৫০০ থেকে ৬৭০০ টাকা।
যোগাযোগের ঠিকানা:
মোবাইল: ০১৬১৬২০০৫০০
ওয়েবসাইট: https://hotelseacox.com/
৮. লাইটহাউস ফ্যামিলি রিট্রিট:
এটিও একটি কম খরচের মাঝে ভালো মানের হোটেল। এই হোটেলের রুম ভাড়া রুম ভেদে ৩০০০ টাকা থেকে ৬০০০ টাকা পর্যন্ত।
লাইটহাউস ফ্যামিলি রিট্রিট হোটেলটিতে আপনি যেসব সুযোগ সুবিধা পাচ্ছেন :
- লকার রুম
- লাগেজ রুম
- ফ্রি ওয়াইফাই
- ২৪ ঘন্টা রুম সার্ভিস
- সংবাদপত্রের সুবিধা
- গরম ও ঠান্ডা পানির সুব্যবস্থা।
- শীতাতপ নিয়ন্ত্রিত রুম।
তবে এই সুযোগ সুবিধা গুলো সব রমের জন্য সমান নয়। রুম ভাড়া ভেদে সুযোগ সুবিধা কম বেশি হতে পারে।
হোটেলটির অবস্থান লাইটহাউস রোডের ৮৪ নং বাড়ি,কক্সবাজার -৪৭০০।
যোগাযোগের ঠিকানা:
ওয়েবসাইট:http://www.lighthousefamilyretreat.com/
মোবাইল: ০১৭৮৭৬৬৪৮৬৬
৯. ফু ওয়াং ডমিনোস রিসোর্ট:
কক্সবাজারের লাবণী পয়েন্টে অবস্থান ফু ওয়াং ডমিনোস রিসো এর। কম খরচে কক্সবাজারে থাকার জন্য এটিও একটি সেরা হোটেল তালিকায়। এখানে থাকতে চাইলে রুম ভেদে প্রতি রাত আপনাকে গুণতে হবে ৫৫০০ থেকে ৭৫০০ টাকা পর্যন্ত।
হোটেলটিতে আপনি যেসব সুযোগ সুবিধা পাচ্ছেন :
- লকার রুম
- লাগেজ রুম
- ফ্রি ওয়াইফাই
- ২৪ ঘন্টা রুম সার্ভিস
- সংবাদপত্রের সুবিধা
- গরম ও ঠান্ডা পানির সুব্যবস্থা।
- শীতাতপ নিয়ন্ত্রিত রুম।
তবে এই সুযোগ সুবিধা গুলো সব রমের জন্য সমান নয়। রুম ভাড়া ভেদে সুযোগ সুবিধা কম বেশি হবে।
বুকিং এর জন্য যোগাযোগের ঠিকানা:
মোবাইল : ০১৬১৬০৯৬২৮০
১০. নিলিমা রিসোর্ট হোটেল
কক্সবাজারের টুইন জিরাফ পয়েন্টে অবস্থান নিয়েছে নিলিমা রিসোর্ট। একা অথবা পরিবার সহ কম বাজেটে ঘুরতে চাইলে এটি আপনার পছন্দ হবে। এখানে রাতে থাকতে রুম ভেদে আপনাকে গুণতে মাত্র ১৮০০ থেকে ২৫০০ টাকা।
হোটেলটিতে আপনি যেসব সুযোগ সুবিধা পাচ্ছেন:
- লকার রুম
- লাগেজ রুম
- ফ্রি ওয়াইফাই
- ২৪ ঘন্টা রুম সার্ভিস
- সংবাদপত্রের সুবিধা
- গরম ও ঠান্ডা পানির সুব্যবস্থা।
- শীতাতপ নিয়ন্ত্রিত রুম।
তবে এই সুযোগ সুবিধা গুলো সব রমের জন্য সমান নয়। রুম ভাড়া ভেদে সুবিধাদি কম বেশি হতে পারে।
বুকিং দিতে চাইলে যোগাযোগ করুন এই নম্বরে:
মোবাইল : ০১৭৩২০৭৫৭৫০
ওয়েবসাইট : https://nilimaresorthotel.webs.com/
১১. মোটেল উপল:
মোটেলটির অবস্থান মোটেল রোড, কক্সবাজার। এই হোটেলে রাত্রি যাপনের জন্য আপনার পকেট থেকে যাবে সর্বনিম্ন ১৫০০ থেকে সর্বোচ্চ ২৫০০ টাকা। মধ্যবিত্ত মানুষের জন্য কক্সবাজারের এই হোটেল থাকার জন্য সেরা অপশন। এই মোটেলটি সরকারী পর্যটন পোর্টালের আওতায় থাকায় এখানে আপনি কম টাকায় মোটামুটি ভালো মানের সেবা পেয়ে যাবেন।
হোটেলটিতে আপনি যেসব সুযোগ সুবিধা পাচ্ছেন :
- লকার রুম
- লাগেজ রুম
- ফ্রি ওয়াইফাই
- ২৪ ঘন্টা রুম সার্ভিস
- সংবাদপত্রের সুবিধা
- গরম ও ঠান্ডা পানির সুব্যবস্থা।
- শীতাতপ নিয়ন্ত্রিত রুম।
তবে এখানেও সুযোগ সুবিধা গুলো সব রুমের জন্য সমান নয়। রুমের রাত প্রতি ভাড়া ভেদে সুযোগ সুবিধা কম বেশি হতে পারে।
বুকিং দেয়ার জন্য যোগাযোগ করুন:
ওয়েবসাইট : https://parjatan.portal.gov.bd/upal
টেলিফোন: ০৩৪১৬৪৩২৪
১২. মোটেল প্রবাল:
কক্সবাজারের এই মোটেলটির অবস্থান মোটেল রোড, কক্সবাজার। লোনা জলের হাওয়া উপভোগ করতে আসা মধ্যবিত্ত মানুষের জন্য সবচেয়ে ভালো অনুসঙ্গ হতে পারে এই মোটেলটি। এখানে রাত্রিযাপনের জন্য পর্যটককে গুণতে হবে রুমভেদে সর্বনিম্ন ৫০০ থেকে সর্বোচ্চ ২৫০০ টাকা পর্যন্ত। এই মোটেলটিও সরকারী পর্যটন পোর্টালের আওতায়। তাই এখানে আপনি পেতে পারেন অল্প খরচে বেশ ভালো মানের সুযোগ সুবিধা।
হোটেলটিতে আপনি যেসব সুযোগ সুবিধা পাচ্ছেন :
- লকার রুম
- লাগেজ রুম
- ফ্রি ওয়াইফাই
- ২৪ ঘন্টা রুম সার্ভিস
- সংবাদপত্রের সুবিধা
- গরম ও ঠান্ডা পানির সুব্যবস্থা।
- শীতাতপ নিয়ন্ত্রিত রুম।
তবে এই সুযোগ সুবিধা গুলো সব রমের জন্য সমান নয়, রুমের ক্যাটাগরি অনুযায়ী কম বেশি হতে পারে।
এখানে বুকিং দেয়ার জন্য যোগাযোগ করুন নিচের ঠিকানায়:
ওয়েবসাইট: https://parjatan.portal.gov.bd/probal
টেলিফোন: ০৩৪১৬২১১
১৩. মাসকাট হলিডে রিসোর্ট:
এটিও কক্সবাজারের থাকার জন্য সস্তা বাজেটের সেরা একটি হোটেল। এই হোটেলটির অবস্থান প্লট ৫৮, কক্সবাজার ৪৭০০।
আপনি যদি এখানে রাত কাটাতে চান তবে আপনাকে গুণতে হবে প্রতি রাত ২০০০ টাকা। সব গুলো রুমই একই ক্যাটাগরির হওয়ায় ২০০০ টাকা রুম ভাড়া একদম ফিক্সড।
হোটেলটিতে আপনি যেসব সুযোগ সুবিধা পাচ্ছেন :
- লকার রুম
- লাগেজ রুম
- ফ্রি ওয়াইফাই
- ২৪ ঘন্টা রুম সার্ভিস
- সংবাদপত্রের সুবিধা
- গরম ও ঠান্ডা পানির সুব্যবস্থা।
- শীতাতপ নিয়ন্ত্রিত রুম।
তবে পর্যটক ও সিজন অনুযায়ী ফিক্সড রেট বেড়ে যেতে পারে কিন্তু সুবিধাদি প্রায় একই থেকে যায়।
হোটেলে যোগাযোগের ঠিকানা:
মোবাইল: ০১৭৯৪৯৭৬৯৮৮
শেষকথা:
আপনি যদি সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে এতক্ষণে নিশ্চয়ই কক্সবাজারের সেরা হোটেল সমূহ সম্পর্কে জেনে ফেলেছেন এবং আপনার আপনার কাঙ্ক্ষিত হোটেলটির সন্ধান পেয়ে গেছেন।
আমরা চেষ্টা করেছি কক্সবাজারে অত্যাধুনিক হোটেল থেকে শুরু করে একদম মিডিয়াম ক্যাটাগরির হোটেল গুলো আমাদের এই আর্টিকেলে নিয়ে আসতে। তুলে ধরেছি প্রতিটা হোটেলের সার্বিক সুযোগ সুবিধা সহ কোনটায় থাকতে গেলে কেমন খরচ পড়বে সেটাও।
উল্লিখিত কক্সবাজারের হোটেল মোটেল ছাড়াও আপনি সেখানে গেলে সারি সারি হোটেল পেয়ে যাবেন যা আজকের প্রবন্ধে উল্লিখিত কস্ট রেঞ্জের কাছাকাছি। আমাদের তালিকায় আমরা চেষ্টা করেছি সব ধরনের কস্ট রেঞ্জের হোটেল নিয়ে আসতে যাতে এলিট শ্রেণী থেকে শুরু করে মধ্যবিত্ত সবাই অ্যাফোর্ড করতে পারে।
তো, কাজটা এখন আপনার, বাছাই করে নিন বাজেট ফ্রেন্ডলি কক্সবাজারের সেরা হোটেল এবং ঘুরে আসুন সাগরবেলা থেকে।

