বাংলাদেশের এফিলিয়েট ইনকামের সাইটের তালিকা এবং বিকাশে পেমেন্টের উপায়

এফিলিয়েট মার্কেটিং করে কিভাবে অনলাইন থেকে টাকা আয় করা যায় এটা নিয়ে জানতে আগ্রহী হলে আমাদের এই পোস্টটি আপনার কাজে লাগবে বলে আশা করি।

আমি মূলত বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন কোম্পানি যারা এফিলিয়েট সার্ভিস অফার করে থাকে তাদের তালিকা এবং কিভাবে তাদের প্রোডাক্ট বা সার্ভিস প্রমট করে টাকা আয় করবেন সে সম্পর্কে জানাবো। 

এফিলিয়েট মার্কেটিং কি?

যারা জানেন তারা একটু বিরক্ত হতে পারেন ব্যাসিক লেভেলের প্রশ্নের জবাব লিখছে এজন্য কিন্তু অনেকেই আছে যারা অনলাইন ক্যারিয়ারে নতুন। তাদের সুবিধার জন্য কম কথায় বুঝিয়ে দিলেই ভালো হবে মনে করি। 

এফিলিয়েট মার্কেটিং হলো অনেকটা কমিশন ভিত্তিক কাজ। ধরুন আপনি আমাদের GooFly24 এর একটি সার্ভিস কারো কাছে সেল করে দিলে আমরা আপনাকে সেই সেলের লাভের কিছু অংশ দিবো। 

সেল বলতে অনেকে ফিজিক্যাল প্রোডাক্ট ভাবতে পারেন তবে অনলাইনে সেল অনেক কিছুই হয়। যেমন একজন গ্রাফিক্স ডিজাইনার কে যদি আপনি কোন ক্লায়েন্ট এনে দেন তাহলে সে হইতো আপনাকে তার ইনকামের একটা অংশ কমিশন হিসাবে দিতে পারে। এটাই এফিলিয়েট ইনকাম।
 

কিভাবে মার্কেটিং বা প্রমোট করবেন? 

সার্ভিস বা প্রোডাক্ট সেল করার জন্য একেকজন একেকরকম পন্থা অবলম্বন করে। যেমন কেউ তার ইউটিউব চ্যানেলে প্রোডাক্ট প্রমট করতে পারে আবার কেউ তার ওয়েবসাইটের আর্টিকেলে লিংক বসিয়ে প্রমট করতে পারে। অনেকে আছে সোশ্যাল মিডিয়াতে ফ্রি কিংবা পেইড মার্কেটিং করে প্রমট করেও সেল আনে।

আপনার জন্য যেটা ভালো এবং এফেক্টিভ হবে আপনি সেটা ফলো করতে পারেন।

তবে হ্যা কিছু কিছু কোম্পানি আছে যারা নির্দিষ্ট করে বলে দেয় যেঁ এই এই ট্রাফিক সোর্স থেকে ইউজার আনা যাবে  বা যাবে না। এমন কোন শর্ত থাকলে আপনি সেটা ফলো করে আপনার পদ্ধতি আপডেট করবেন। 

বাংলাদেশের এফিলিয়েট মার্কেটিং সাইটের তালিকা

  1. Dianahost
  2. Exonhost
  3. Affpilot
  4. Daraz
  5. Bd Shop
  6. Sohoj
  7. Green Hub
  8. GooFly24.com

Dianahost

প্রথমে টেক রিলেটেড কোম্পানি দিয়ে শুরু করেছি। ডায়ানা হোস্ট বাংলাদেশের হোস্টিং কোম্পানি গুলোর মধ্যে অন্যতম একটি। আপনি তাদের এফিলিয়েট প্রোগ্রামে সাইন আপ করে তাদের দেওয়া শর্ত গুলো মেনে লিংক প্রমট করতে পারেন। আপনার লিংক থেকে যারা তাদের হোস্টিং কিনবে আপনি সেখান থেকে কমিশন পাবেন।
ডায়ানা হোস্ট এর একটা সুবিধা হলো আপনি তাদের সাইট থেকে আগে থেকেই রেডি করা ব্যানার এড পেয়ে যাবেন যা আপনি আপনার সাইটে ইউজ করতে পারেন।

ডোমেন ও হোস্টিং প্রভাইডারঃ Dianahost / ডায়ানা হোস্ট

ওয়েব হোস্টিং বাংলাদেশি কোম্পানি

Exonhost

এরপরে exonhost এটাও ডোমেন এবং হোস্টিং কোম্পানি। মিনিমাম ৫০ ডলার হলে আপনি তাদের থেকে টাকা তুলতে পারবেন। তাদের এফিলিয়েট প্রোগ্রামে কিছু নিয়ম আছে যা আপনাকে ফলো করতে হবে। যেমন যেখানে সেখানে লিংক দিয়ে প্রমট করলেই আপনি টাকা পাবেন না, তাদের এফিলিয়েটে অংশ নিতে আপনার ওয়েবসাইট লাগবে এবং সেই সাইটে এফিলিয়েট সম্পর্কে নোটিশ দিতে হবে।
Exonhost এর সুবিধা হলো তাদের বাইরের দেশেও সার্ভার আছে ফলে আপনি বাইরের কাস্টমারও পেতে পারেন যদি আপনার মার্কেটিং ঠিক ঠাক ভাবে টার্গেট করতে পারে।

Affpilot

এফ পাইলট এআই রাইটিং টুল

এই কোম্পানি মূলত Ai writing সার্ভিস দিয়ে থাকে। আপনি তাদের এয়াই সার্ভিস ইউজ করে কয়েক ক্লিকে কয়েক হাজার শব্দের ইংরেজি আর্টিকেল লিখতে পারবেন। ব্লগার কিংবা ওয়ার্ডপ্রেস সাইট দুই প্লাটফর্মের জন্যই আলাদা আলাদা ফিচার আছে।

বাংলাদেশে এমন সার্ভিস আর আছে কিনা আমি জানি না আর থাকলেও এফ পাইলটের মত না হইতো। যদিও এফ পাইলট দিয়ে বাংলায় আর্টিকেল লেখা যায় না কিন্তু আপনি ইংরেজি সাইট করার প্লান করলে তাদের সার্ভিস ট্রাই করে দেখুন।


এফ পাইলটের সুবিধা হচ্ছে আপনি চাইলে আপনার ভাই ব্রাদার ফ্রেন্ড সবার কাছে সোশ্যাল মিডিয়াতেই তাদের সার্ভিস প্রমট করতে পারবেন। আপনার লিংক থেকে কেউ সার্ভিস কিনলে আপনি কমিশন পাবেন। এফ পাইলটের শহিদুল ভাই যথেষ্ট আন্তরিক।

BD SHOP

বিডি শপ কিন্তু কোন অনলাইন সার্ভিস রিলেটেড না। আর তাদের প্রোগ্রাম কে এফিলিয়েট বলার চেয়ে রিসেলার বললে বুঝতে সহজ হব অনেকের জন্য। মূলত বিডি শপে আপনি অনেক রকম ইলেক্ট্রনিক গেজেট পাবেন। আপনি তাদের রিসেলার লিস্টে এড হলে তাদের থেকে কম দামে কিনে আপনার নিজের শপের নামে তাদের মাধ্যমেই ডেলিভারি করতে পারবেন। অর্থাৎ মূল প্রোডাক্ট, প্রোডাক্টের ভিডিও এবং ডেলিভারি তারাই করবে আপনার কাজ হবে শুধু অর্ডার কনফার্ম করা। তারা তাদের নিজেদের নামে ডেলিভার দিবে না, আপনার নামেই ডেলিভারি যাবে।

ট্রেন্ডি নানা রকম গেজেট পাবেন তাদের কাছে তাই যারা অনলাইনে সেলে অভিজ্ঞ তারা এই সুযোগ ট্রাই করে দেখতে পারেন।

Daraz

বাংলাদেশের অনলাইনের সবার কাছে পরিচিত বলা যায় এই নাম। দারাজের নিজস্ব এফিলিয়েট প্রোগ্রাম চালু আছে যদি আমি ব্যক্তিগত ভাবে তেমন প্রেফার করি না দারাজের এফিলিয়েট কিন্তু আপনি চেক করে দেখতে পারেন। লাভ লসের হিসাবে মিললে কাজ করলে করতেও পারেন। তবে অনলাইনে লিংক প্রমোট করার আগে দারাজের শর্ত গুলো জেনে নিয়েন।

Sohoj

সহজে বাস ট্রেনের টিকিট বুক করা যায়। আপনি তাদের সার্ভিস মার্কেটিং করে তাদের হয়ে সেল করলে আপনি কমিশন পাবেন। সত্যি বলতে সহজের কমিশন বা এফিলিয়েট নিয়ে আমি তেমন কিছু জানিনা, ওদের সার্ভিস ও আমি ইউজ করিনি এজন্য ওদের সম্পর্কে আমি ব্যক্তিগত ভাবে কিছু কনফার্ম করতে পারছি না।

তালিকার পরের দুইটি হলো GreenHub এবং GooFly24.

এগুলো আমাদেরই অনলাইন বিজনেসের অংশ। এখনো এফিলিয়েট বা কমিশন ভিত্তিক কিছু নিয়ে কাজ হয়নি। গ্রিন হাব প্রোডাক্ট সেলের বিজনেস আর GooFly24 টিকিট এবং ট্রাভেল রিলেটেড সার্ভিস নিয়ে সামনে এফিলিয়েট/ রিসেলার প্রোগ্রাম আসতে পারে।

অনলাইন থেকে টাকা আয় বিকাশে পেমেন্ট কিভাবে নিবেন?

অনলাইনের বেশির ভাগ কাজের প্লাটফর্ম গুলো মূলত বাহিরের দেশের এজন্য পেমেন্ট ডলারে করা হয় আর সেটা আসেও আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমে। আপনি যদি ছোট ছোট অনলাইন কাজ করে সহজেই বিকাশে পেমেন্ট নিতে চান তাহলে দেশের ভিতরের ক্লায়েন্ট খুঁজে সার্ভিস দিতে হবে তাহলেই এটা সহজ হবে। এই পোস্টে যেসব সাইটের তালিকা আছে তাদের সবাইরই বিকাশে পেমেন্ট সিস্টেম বিদ্যমান আছে হইতো।

কি কি সার্ভিস দিতে পারেন?

এটা আসলে একেক জনের জন্য একেক রকম। কেউ গ্রাফিক্স ডিজাইন পারে কেউ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট পারে। আপনি যেটা পারেন সেটার ক্লায়েন্ট খুঁজুন, তাদের সার্ভিস দিন, ভাল সম্পর্ক তৈরি করুন তাহলে আশা করা যায় দেশের ভিতরেও ভালো ফলাফল পাবেন।

এখন অনেকেই অনলাইনে বিজনেস শুরু করছে কিন্তু তাদের সবাই অনলাইনের সব কিছু জানে না। যেমন একজন আপু সে হইতো কেক বানাতে পারে, সে কেক সেল করবে অনলাইনে। কিন্তু ফেসবুক পেজ সেটাপ করা, রিচ বাড়ানো এসব সম্পর্কে জানে না। আপনি তাকে এসব বিষয়ে সার্ভিস দিয়ে টাকা আয় করতে পারেন।

কিংবা একজন ডাক্তার সে হইতো ভিডিও চ্যানেল খুলতে চাই কিন্তু ইউটিউবের এসইও সম্পর্কে জানে না ফলে তার ভিডিও তেমন ভিউ পায় না। আপনি যদি এই দিকে এক্সপার্ট হোন তাহলে তাকে তার চ্যানেলের কাজ করে দিয়ে টাকা পেতে পারেন।

এমন আরো অনেক দিকের অনেক কাজের ক্ষেত্র আছে, আপনাকে শুধু কাজ এবং কাজের চাহিদা খুজতে হবে বুঝতে হবে এরপর সেই কাজ নিয়ে আপনাকে এক্সপার্ট হতে হবে।

অনেক ছেলে আছে অনলাইন থেকে সহজে ডলার আয়ের ফাদে পড়ে এদিক ওদিক লাফ দিয়ে বেড়ায় কিন্তু কোন কাজের এক্সপার্টিজ অর্জন করতে পারে না এরপর এক সময় ঝরে যায়। অথচ এদিক ওদিক লাফালাফি না করে ভাল কোন কাজে লেগে থেকে কাজটা শিখে প্র্যাক্টিস করে করে অভিজ্ঞতা বাড়ালে সেই কাজের জন্য রিপিট ক্লায়েন্ট পাওয়া সহজ হবে। হ্যাঁ শুরুতে ক্লায়েন্ট পেতে একটু কষ্ট হয় কিন্তু একবার কিছু ক্লায়েন্ট ধরে ফেলতে পারলে এবং আপনার কাজ ও ব্যবহার ভালো হবে দেখবেন ঐ ক্লায়েন্ট উনারাই আপনার কাছে তাদের পরিচিত অনেককে ক্লায়েন্ট হিসাবে দিবে।

অনলাইনে ক্যারিয়ার করতে চাইলে ছোট খাটো কমিশন ভিত্তিক কাজের পিছনে না ছুটে ভালো কোন কাজ শিখুন এবং সেটা নিয়েই কাজ করুন। ইউটিউব খুলে কি করলো অমুকে টাইপ কাজ দিয়ে কেউ সফল হতে পেরেছে? ২০১৪/১৬ সালে এমন কত চ্যানেল ছিলো যারা এসব অহেতুক ফালতু ভিডিও কে কি করলো দেখুন ভিডিও সহ টাইপ টাইটেল থাম্বনেল সহ দিয়ে ভিউ বাড়াতো। এরপর??

সেসব চ্যানেল কোথায়? নাই।

শেষ কথাঃ

বাই পাস ইনকাম হিসাবে আজকের এফিলিয়েট প্রোগ্রাম গুলো ট্রাই করে দেখতে পারেন। আর যদি বড় কিছু করার ইচ্ছা থাকে তাহলে আপনি নিজেই কোন বিজনেস শুরু করুন, রিসেলার নিয়োগ দিন।

Scroll to Top